January 22, 2025, 3:47 pm
Notice :

বঙ্গবন্ধু ছাত্র পরিষদ দামুড়হুদা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

বঙ্গবন্ধু ছাত্র পরিষদ চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা শাখার নবনির্বাচিত পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। আজ ৫ ই সেপ্টেম্বর রবিবার সকাল ১১ টায় চুয়াডাঙ্গা জেলা আওয়ামীলীগ কার্যালয়ে নবনির্বাচিত পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। বঙ্গবন্ধু ছাত্র পরিষদ দামুড়হুদা উপজেলা নবনির্বাচিত পূর্নাঙ্গ কমিটিতে সুমন আলীকে সভাপতি এবং সারাফায়েত হোসেন বাবুকে সাধারণ সম্পাদক করা হয়। সদস্যের কমিটির অনুমোদন দেন বঙ্গবন্ধু ছাত্র পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মেহেদী হাসান হিমেল মল্লিক ও সাধারণ সম্পাদক ওয়াসী হাসান রাজিব।

এছাড়া পূর্নাঙ্গ কমিটিতে সহ-সভাপতি সাইদুর রহমান, মশিউর রহমান তুষার, সূর্য বিশ্বাস পার্থ, ইয়াসিন আলী, নাহিদ হাসান, নাজিম উদ্দিন, আল-আমিন সজিব,যুগ্ম সাধারণ সম্পাদক সোহানুর রহমান,আলী হোসেন, সোয়েব সুজন, রেজাউল আলম, খাইরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাসুম বিল্লাহ, অন্তর, তরিকুল ইসলাম, সুরুজ আহমেদ, শেখ নিশান আহমেদ, প্রচার সম্পাদক আকাশ আলী ও উপ প্রচার সম্পাদক হিসেবে রাজু, দপ্তর সম্পাদক জাহিদ হাসান ও উপ দপ্তর সম্পাদক হিসেবে হাবিবুর রহমান, সহ সম্পাদক নাফিজ ইকবাল, সাইফুল ইসলাম, আকবর আলী কাজল, রাজ হোসেন, তুহিন হোসেন
গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক স্বপন হোসেন বিল্লাহ ও উপ গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক হিসেবে মহিবুল ইসলাম, স্কুল ও ছাত্র বিষয়ক সম্পাদক রাকিব হোসেন এবং উপ স্কুল ও ছাত্র বিষয়ক সম্পাদক রাকিবুল হাসান সোহাগ, ক্রীড়া বিষয়ক সম্পাদক রাতুল হোসেন ও উপ ক্রীড়া বিষয়ক সম্পাদক ইমরান হোসেন,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রেদুয়ান সাহেদ প্রান,উপ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাজ্জাদ হোসেন,পরিবেশ বিষয়ক সম্পাদক রিফাত হোসেন বিল্লাহ, উপ পরিবেশ বিষয়ক সম্পাদক জাকির হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক খালিদ হোসেন সাব্বির, উপ অর্থ বিষয়ক সম্পাদক হিসেবে মোস্তাফিজুর আরিয়ানকে নির্বাচিত করা হয়। এছাড়া সদস্য হিসেবে সার্জিন হোসেন,মমিনুল ইসলাম ও সারোয়ার সজিব শাখাওয়াতকে নির্বাচিত করা হয়।

এসময় চুয়াডাঙ্গা জেলা কমিটির সভাপতি ও সম্পাদক বলেন, প্রাণের সংগঠন বঙ্গবন্ধু ছাত্র পরিষদ সংগঠনকে আরো গতিশীল করার লক্ষ্যে দামুড়হুদা উপজেলা শাখার ১ বছরের জন্য একটি পূর্ণাঙ্গ কমিটি দেয়া হলো। আগামী দিনে নৌকার পক্ষে এই কমিটির সদস্যরা জীবনকে বাজি রেখে কাজ করবে। সংগঠনের নিয়ম-কানুন মেনে চলে নিজেদেরকে বঙ্গবন্ধুর আদর্শে বাস্তবায়িত করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page